Feeds:
পোস্ট
মন্তব্য

Archive for the ‘নজরুলকে নিবেদিত কবিতা’ Category

তুমি আরেকবার এসো;

শ্রাবণ্রের ধারা বুকে নিয়ে,

শীতের শিশিরের চাদর গায়ে

তুমি আরেকবার এসো ।

রোদেলা দুপুরের তপ্ত সূয’ হয়ে,

কিংবা বষা’র কালো মেঘের মত

তুমি আরেকবার এসো ।

নুয়ে পড়া ঘাসের ডগার

শিহরণ হয়ে

কিংবা পাথরের বুক চেরা

হাসি হয়ে

তুমি আরেকবার এসো ।

তুমি এসো কৃ্ষকের মুখে

এক টুকরো রোদ হয়ে,

ফসলের মাঠে

হেমন্তের দোলা হয়ে ।

ক্ষুধাতুরের যন্ত্রণার প্রতিচ্ছবি হয়ে,

নিপীড়িতের  না বলা ভাষা হয়ে

তুমি আবার এসো ।

শোষকের চোখের তারার

ভীতি হয়ে

তুমি এসো আরেকটিবার ।

তুমি এসো মানচিত্রের

হাসি মুছে দিতে,

বিদ্রোহের পরতে পরতে

ভালবাসা ছড়াতে ।

নজরুল,

তুমি বার বার এসো ।

Read Full Post »